২৪ ডিসেম্বর ছিল রাজস্থানের বাসিন্দা ধর্মেন্দ্র অনিজা ও স্বপ্না অনিজার অষ্টম বিবাহ বার্ষিকী। এই বিশেষ দিনে একে অপরকে বিভিন্ন মূল্যবান উপহার দিয়ে থাকেন। স্ত্রীর জন্য দামী রেঁস্তরায় খানাপিনা, কিংবা দামী গহনা দেওয়াটাই একধরণের রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে। এবার ধর্মেন্দ্র অনিজা একেবারে অন্যপথে হাঁটলেন। বিবাহ বার্ষিকে স্ত্রীকে চাঁদে জমি (Land in Moon) কিনে দিলেন। এটা গল্প নয়, একেবারে খাঁটি বাস্তব।
জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের লুনা সোসাইটি ইন্টারন্যাশেনালের কাছ থেকে তিন একর জমি কিনেছেন ধর্মেন্দ্র আনিজা। এই কাণ্ড ঘটিয়ে বেজায় খুশি ধর্মেন্দ্র। কারণ তিনি জানিয়েছেন, রাজস্থান থেকে তিনিই প্রথম যে চাঁদে জমি কিনল। আর এই উপহার পেয়ে স্ত্রী কতটা খুশি?
অভিনব এই উপহার পেয়ে আনন্দে আপ্লুত স্ত্রী স্বপ্নাও। তিনি জানান, “কোনও দিনও ভাবতে পারিনি এমন একটা উপহার পাব। উপহারটি পাওয়ার পর মনে হচ্ছিল আমি যেন চাঁদে বসে আছি। বিবাহ বার্ষিকীর অনুষ্ঠান চলাকালীন তিনি এই সারপ্রাইজ দেন আমায়। আমি এখনও বিশ্বাসই করতে পারছি না।” উল্লেখ্য, এর আগে বলিউড অভিনেতা শাহরুখ খান, সুশান্ত সিং রাজপুত চাঁদে জমি কিনেছিলেন। এছাড়াও বোধগয়ার এক ব্যক্তি চাঁদে এক একর জমি কিনেছিলেন।
0 মন্তব্যসমূহ