সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

পান শরীরের যেসব উপকার করে, জানলে অবাক হবেন আপনিও

পান শরীরের যেসব উপকার করে- পেটের নানা সমস্যার জন্য পানের বিকল্প নেই। ওষুধের বদলে নিয়মিত যদি পানের ব্যবহার করা হয়, রেহাই পাওয়া যায় বদহজম, পেট পরিষ্কার না হওয়া, গ্যাস’ট্রিকের মতো নানা সমস্যা থেকে।

১. পান পাতা খাবার হজম করার জন্য খুবই উপকারি। আয়ুর্বেদ শা’স্ত্র মতে খাবার পরে পান খাওয়া শরীরের জন্য ভালো।

২. পান পাতা চিবোলে, মুখে যে লালা নিঃসৃত হয় তার এনজা’ইম খাবার হজম করতে সাহায্য করে।

৩. পান পাতা থেকে তেল বের করে তা পেটে মালিশ করলে গ্যাস’ট্রিক জুস ও ডাইজে’স্টিভ অ্যাসি’ড নিঃসৃত হয়। যা খাবার হজম করে। ৪. বাচ্চাদের হজমের সমস্যা হলে, পান পাতা গরম জলে ফুটিয়ে নিয়ে সেই জল খাওয়ালে উপকার ফাওয়া যায়।

৫. পান পাতায় প্রচুর পরিমাণে ভি’টামিন সি থাকে যা শরীর থেকে ‘ফ্রি র‌্যাডি’কেল’ বের করে দেয়। ৬. এক গ্লাস জলে পান পাতা ভিজিয়ে রাখুন সারা রাত। সকালে উঠে কালে পেটে খেয়ে নিন সেই জল। বা, পান পাতাটা চিবিয়ে খেয়ে নিন।

৭. শরীরের পিএইচ ব্যালান্স ঠিক রাখতে সাহায্য করে পান পাতার রস। যা গ্যা’স্ট্রিকের ব্য’থা নিয়ন্ত্রণে থাকে। ৮. ভালো ফল পাওয়ার জন্য, খাবার খাওয়ার অন্তত ৩০ মিনিট পরে পান খাওয়া উচিত।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ