ছাদ থেকে পড়ে জিনের বাদশার মৃ’ত্যু
ভোলার বোরহানউদ্দিনে ছাদ থেকে পড়ে মা’রা গেছেন আ’লোচিত জিনের বাদশার গডফাদার আজাদ হাওলাদার।
সোমবার (১৪ ডিসেম্বর) ভোলার কুঞ্জেরহাটে নিজ ব্যবসা কেন্দ্রের ছাদ থেকে পড়ে তার মৃ’ত্যু হয়।
আজাদ হাওলাদারের বি’রুদ্ধে জিনের বাদশা সেজে সাধারণ মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়ার অ’ভিযোগ ছিল।
এ প্রসঙ্গে বোরহানউদ্দিন থা’নার ওসি মাজহারুল আমিন গণমাধ্যমকে বলেন, বোরহানউদ্দিন উপজে’লার কুঞ্জেরহাট বাজারে বাবার নামে গড়ে তোলা তিন তলাবিশিষ্ট বজলু হাওলাদার সুপার মা’র্কে’টের মালিক ছিলেন আজাদ। সকালে ওই ভবনের ছাদের কার্নিশে পা রাখতে গিয়ে পিছলে পড়ে যান তিনি। আ’হত অবস্থায় ভোলা হাসপাতা’লে নেয়ার পথেই তিনি মা’রা যান।
স্থানীয়দের অ’ভিযোগ, গত ২০ বছর ধরেই আজাদ জিনের বাদশা সেজে প্রতারক চক্র গড়ে তোলে। তার ওই বাহিনীর সদস্য রয়েছে কমপক্ষে তিন হাজার। একই সঙ্গে ওই চক্রের রয়েছে ইয়াবা ব্যবসা। পু’লিশ ও ডিবি পু’লিশের হাতে ১৫ বার আ’ট’ক হন আজাদ হাওলাদার। ৪ মাস আগেও তিনি ইয়াবা চালানসহ গ্রে’ফতার হয়েছিলেন
0 মন্তব্যসমূহ