সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

তৃতীয় সংসারে প্রথম সন্তানের মা হলেন অপি করিম


নির্মাতা এনামুল করিম নির্ঝর ও অভিনেত্রী অপি করিমের সং’সারে এলো নতুন অতিথি। কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন তারা। সোমবার (২৮ ডিসেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন অপি। বিষয়টি নিশ্চিত করছেন নির্মাতা অমিতাভ রেজা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, আজ সকাল ৯টা ৫১ মিনিটে সন্তানটি ভূ’মিষ্ঠ হয়েছে। অপি করিম এখন স্কয়ার হাসপাতালেই আছেন। প্রস’ঙ্গত, ভালোবাসার স্রোতে ভেসে ২০১৬ সালের ঈদের দিন অনেকটা গো’পনে’ই বিয়ের পিঁ’ড়িতে বসেন অপি করিম ও এনামুল করিম নির্ঝর। এটি ছিল অপি করিমের তৃতীয় বিয়ে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ