সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

মে’য়েদের স’বচেয়ে নোং’রা জা’য়গা, যেখানে ভু’লেও হাত দেবেন না।

মায়ের সঙ্গে না"ভির মাধ্যমেই মানুষের সম্পর্ক। ভ্রূণের জন্মে মুহূর্তেই মায়ের সাথে সন্তানের তৈরী হয় সংযোগ। কিন্তু আমরা কতটুকু জানি এই না"ভির সম্পর্কে? জানেন, শরীরের কোনটি সবচেয়ে বেশি নোং'রা জায়গা? বিস্তারিত জেনে নিন:-

না"ভি আসলে একটি ক্ষত মানুষের শরীরের। জন্মের সময় সন্তানকে মায়ের শরীর থেকে আলাদা করা হয়। তাতেই এই ক্ষত তৈরী হয়। সাধারণত নাভি কুন্ডলী ভিতরের দিকেই। মাত্র চার শতাংশ মানুষের না"ভি কুন্ডলী থাকে বাইরের দিকে।

বিশেষত না"ভি সুন্দর মেয়েদের। বছরে প্রায় দুই লক্ষ মানুষ প্লাস্টিক সার্জারির মাধ্যমে না"ভি কুন্ডলীকে বাইরে থেকে ঢোকান ভিতর দিকে। শরীরে সবচেয়ে নোং'রা এলাকা না"ভি। দেখা গেছে একটি গবেষণায়, না"ভিতে ব্যাকটেরিয়া থাকে ৬৭ রকমের।

পোশাকের কারণে নোং'রা হয় না"ভি। কারণ, সেখানে লেগে যায় রোঁয়া জামাকাপড়ের। হিন্দু পুরান মতে, মানবের সৃষ্টি হয়েচ্ছে বিষ্ণুদেবের নাভিপদ্ম থেকে। গবেষকরা বলেন, মানুষের দৌড়ানো বা সাঁতার কাটা নির্ভর করে না"ভি কোন স্থানে রয়েছে তার উপরেই। বলা হয়, ইভ ও আদমের ছিল না না"ভি। কারণ তাঁরা জন্মাননি মাতৃ'জঠরে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ