সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

রাত্রে শোবার আগে এই সহজ কাজটি করুন, জীবনে কোনোদিন আপনার পায়ের গোড়ালি ফাটবেনা, দারুন গোপন ট্রিকস

 


রাত্রে শোবার আগে এই সহজ কাজটি করুন, জীবনে কোনোদিন আপনার পায়ের গোড়ালি ফাটবেনা, দারুন গোপন ট্রিকস

সারাবছর থেকে শুরু করে বিশেষত শীতকালের এক বড় সমস্যা হলো পা ফাটা। আর এই স’ম’স্যা দেখা যায় নারী পুরুষ নির্বিশেষে। শীতকালে সাধারণত পায়ের ত্বক রু’ক্ষ হয়ে গেলে,ফাটল শুরু হয়। তবে অনেকেরই সারাবছর অযত্নের ফলে পা ফাটা দেখা যায়।

আবার খুব বেশি জল ব্যবহার করলেও এই স’ম’স্যা দেখা দিতে পারে। জল সংক্রান্ত স’ম’স্যা’য় বেশিরভাগ ভোগেন গৃহবধূরা।আসুন জেনে যাওয়া যাক কিছু উপায় যার মাধ্যমে খুব সহজেই পা ফাটা নিরাময় করতে পারবেন।

১.এক রাত্রের মধ্যে যদি আপনি পা ফাটা থেকে মুক্তি পেতে চান তাহলে আপনি এই ঘরোয়া পদ্ধতিটি প্রয়োগ করতে পারেন। প্রথমে ভাল করে মোমবাতি থেকে গ্রেড করে নিন।এবার এতে পরিমাণমতো সরষের তেল মিশিয়ে গ্যাসে বা মাইক্রোওয়েভে বসিয়ে গলিয়ে নিন। গলিয়ে নেওয়ার ফলে সম্পূর্ণ মোমবাতিটি এতে মিশে যাবে এবং ধীরে ধীরে এটি জমে ক্রিম এর মতন রূপ ধারণ করবে।

এবার এটিকে ভালো করে রাত্রিবেলা শোবার আগে পায়ের গোড়ালিতে লাগিয়ে নিন। খুব সহজেই এই প্রাচীন পদ্ধতির মাধ্যমে আপনি পা ফাটা থেকে মুক্তি পাবেন । আরেকটি উপায় এ প্রসঙ্গে বলবো,সপ্তাহে একদিন যদি সামান্য ঈষদুষ্ণ জল নিয়ে একটা শ্যাম্পু মিশিয়ে কিছুক্ষণ পা ডুবিয়ে রাখতে পারেন তাহলে পায়ের চামড়া ভালো থাকবে।

২. কোন ছোবড়ার সাহায্য নিয়ে ভালো করে আস্তে আস্তে পা পরিষ্কার করে নিন। এরপর পা এ অলিভ অয়েল,মধু বা কলা পেস্ট করে সময়মতো লাগান।এটিও খুবই উপকারী।শরীরের প্রত্যেকটি অঙ্গের মতন পা ও একটি অংশ তাই সঠিক ভাবে এটিরও যত্ন নিন।পা ও মানুষের সৌন্দর্যের গঠনে ভূমিকা রাখে।পা ফাটা থাকলে অনেক সুন্দর জুতোও পায়ে বে’মা’নান হয়ে ওঠে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ