সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

জান্নাতের পাথর পৃথিবীতে নাম তার হাজরে আসওয়াদ, জেনে অবাক হবেন







জান্নাতের পাথর পৃথিবীতে নাম তার হাজরে আসওয়াদ
এটি আদম ও হাওয়ার সময় বেহেশত থেকে পৃথিবীতে এসে পড়ে।

হাজরে আসওয়াদ (আরবি: الحجر الأسود‎‎ al-Ḥajar al-Aswad বাংলা:কালো পাথর)
হল একটি কালো রঙের প্রাচীন পাথর যা কাবা শরিফের দক্ষিণ-পূর্ব কোণে মাতাফ
থেকে দেড় মিটার (চার ফুট) উঁচুতে অবস্থিত।[১][২] মুসলিম বিশ্বাস অনুযায়ী
এই পাথর আদম ও হাওয়ার সময় থেকে পৃথিবীতে রয়েছে।[৩]

প্রাক ইসলামি পৌত্তলিক সমাজেও এই পাথরকে সম্মান করা হত। ইসলামি বর্ণনা
অনুযায়ী, রাসুল মুহাম্মদ (সা) ৬০৫ সালে এটি কাবার দেয়ালে স্থাপন
করেছিলেন। বর্তমানে এটি একটি রূপার ফ্রেমে আটকানো অবস্থায় কাবার সাথে
সংযুক্ত রয়েছে। এর রং গাঢ় কালো এবং লক্ষাধিক হাজির স্পর্শের কারণে এটি
মসৃণ আকার লাভ করেছে। ইসলামি বিশ্বাস অনুযায়ী এটি আদম ও হাওয়ার সময়
বেহেশত থেকে পৃথিবীতে এসে পড়ে। এটিকে একটি উল্কা বলা হলেও এর সত্যতা
নিশ্চিত না।[৪]

হজ্জ বা উমরার অংশ হিসেবে মুসলিমরা তাওয়াফ করে থাকেন। এর শুরুতে হাজরে
আসওয়াদ চুমু দেয়া রীতি রয়েছে।[৫] ফ্রেমে মুখ ঢুকিয়ে হাজরে আসওয়াদে
চুম্বন করতে হয়। এর পাশে ২৪ ঘণ্টা উপস্থিত থাকে সৌদি পুলিশ। তারা খেয়াল
রাখে, ফ্রেমে মাথা ঢোকাতে বা চুম্বন করতে কারও যেন কষ্ট না হয়।[২] তবে
চুমো দেয়া সম্ভব না হলে হাত ইশারা করে তাওয়াফ শুরু করা হয়।[৬]
হাজরে আসওয়াদ নিয়ে ঘটনা
ইসলাম ধর্মের নবী মুহাম্মদ (সঃ) এর সময়ে পবিত্র কাবাঘর পুনর্নির্মাণের পর
হাজরে আসওয়াদকে আগের জায়গায় কে বসাবেন—এ নিয়ে কুরাইশদের মধ্যে দ্বন্দ্ব
বেধেছিল। মহানবী হজরত মুহাম্মদ (সা.) নিজের গায়ের চাদর খুলে তাতে হাজরে
আসওয়াদ রেখে সব গোত্রপ্রধানকে চাদর ধরতে বলেন এবং দ্বন্দ্বের পরিসমাপ্তি
ঘটান।[২]

এই পবিত্র পাথরের দৈর্ঘ্য ৮ ইঞ্চি ও প্রস্থ ৭ ইঞ্চি। বর্তমানে এটি আট
টুকরো।[১] আগে হাজরে আসওয়াদ ছিল আস্ত একটি পাথর। হজরত আবদুল্লাহ বিন
জোবায়েরের শাসনামলে কাবা শরিফে আগুন লাগলে হাজরে আসওয়াদ কয়েক টুকরা হয়ে
যায়। আবদুল্লাহ বিন জোবায়ের পরে ভাঙা টুকরাগুলো রুপার ফ্রেমে বাঁধিয়ে
দেন। ফ্রেম সংস্করণের সময় চুনার ভেতর কয়েকটি টুকরা ঢুকে যায়। বর্তমানে
হাজরে আসওয়াদের আটটি টুকরা দেখা যায়। বড় টুকরাটি খেজুরের সমান।[২]

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


Miracle Of Hajr E Aswad II Hajr e Aswad Ka Mojza II History Of Hajr e
Aswad And Khana Kaaba
This fresh episode of Voice Daily will show some miracles of Hajr e
aswad the famous black stone in wall of kaaba. Hajr e aswad ko khana
kaaba sy kab churaya gya aur wapis kis tra aaya.
বিশেষ সতর্কীকরণ : এই চ্যানেলের কোন ভিডিও অনুমতি ছাড়া অন্য কোন চ্যানেলে
আপলোড করা কপিরাইট আইনের লঙ্ঘন ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ