সাম্প্রতিক

6/recent/ticker-posts

ad

উস্কানিমূলক’ পোশাকে ফটোশুটের দায়ে মডেল সালমা এলশিমি গ্রেফতার

 


প্রাচীন মিশরীয় সভ্যতার নির্দশন পিরামিডের সামনে বিধি লঙ্ঘন করে ‘উস্কানিমূলক’ পোশাকে ফটোশুট করার দায়ে ফটোশিল্পীসহ গ্রেফতার হয়েছেন মডেল সালমা এলশিমি। জানা গেছে, ফটোশুটের পর ছবিগুলো এলশিমি তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পেজে শেয়ার করেন।

এরপরই মিশরীয় সামাজিক মাধ্যমে ক্ষোভ ছড়িয়ে পড়ে। অনেকেই অভিযোগ করেন, এলশিমি ও তার ফটোশিল্পী উভয়ই স্থানীয় পর্যটন বিধি লঙ্ঘন করেন। পর্যটন পুলিশের অনুমতি না দিয়ে কেনো ফটোশুট করলেন এলশিমি?

– সামাজিক মাধ্যমে অনেকের এমন ক্ষোভ ও দাবির মুখে রোববার (৩০ নভেম্বর) এলশিমি ও তার ফটোগ্রাফারকে গ্রেফতার করে পুলিশ। শুধু তাই না, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ ‍ওঠেছে। অভিযোগটি এমন, পুলিশের পুরোপুরি গাফিলতি রয়েছে- তা না হলে এলশিমি এ ধরনের পোশাকে এখানে ফটোশুট করতে পারতেন না।

পুলিশের বিরুদ্ধেও যেনো ব্যবস্থা নেওয়া হয়। রক্ষণশীল অসংখ্য মিশরীয়রা রেগে গিয়ে এলশিমিকে গালিগালাজও করেছেন। তাদের দাবি, প্রাচীন মিশরীয় সভ্যতার প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক স্থান যেনো কোনোভাবেই কলুষিত না হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ